Popular Posts
-
উলঙ্গ হতে আপত্তি নেই বললেন জয়া আহসান. বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসান বলেছেন অভিনয়ের জন্যে উলঙ্গ হতে আপত্তি নেই. জয়া আহসান আর...
Sunday, September 25, 2016
সেলফি তোলার পর কলেজছাত্রীর আত্মহত্যা কিন্তু কেন ?
কপালে কয়েক ফোঁটা ঘাম। নিরীহ চেহারা দেখে মনে হয়, সেলফিটি বিষণ্ন কোনো কিশোরীর হবে। অথচ সেই সেলফিটিই জান্নাতুল মাওয়া মাহিম নামের এক কলেজছাত্রী আত্মহত্যার আগের মুহূর্তে তুলেছে বলে ধারণা করছে স্হানীয় পুলিশ।
জান্নাতুল মাওয়া সাতক্ষীরা শহরের কাছে কাশিমপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের মেয়ে। সে ঢাকার একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালের কোনো এক সময় নিজ ঘরের আড়ায় ওড়না পেচিয়ে আত্মহননের পথ বেছে নেন জান্নাতুল মাওয়া মাহিম নামের ওই কলেজছাত্রী। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন মাওয়াদের বাড়িতে যান। তিনি লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।
হিমেল হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে তিনি মাহিমের ব্যবহৃত একটি মুঠোফোন হাতে পান। এতেই তিনি মাহিমের সেলফি দেখতে পান।
হিমেল হোসেন জানান, তাঁর ধারণা গলায় ওড়না পেচিয়ে সেলফি তুলে মাহিম। পরে সেলফি ধারণ করা মুঠোফোনটি নিচে ফেলে ঝুলে পড়ে সে।
আরো অনেক খবর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment