Popular Posts

Saturday, September 24, 2016

সমকামিতা, চার বার বিয়ে, ভাইয়ের সঙ্গে সম্পর্ক বৈচিত্রে ভরা অ্যাঞ্জেলিনার লাভ লাইফ

angelina jolie love life

হলিউডের সবচেয়ে আলোচিত কাপল তাঁরা ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি ভক্তকুল ভালবেসে তাঁদের নাম দিয়েছিল ব্র্যাঞ্জোলিনা আট বছরের লিভ-ইন আর দুবছরের বিয়ের সম্পর্কের পর বার শেষের দিনের পালা শোনা যাচ্ছে, এক যুগের সম্পর্কে বার নাকি পূর্ণচ্ছেদ!
কিন্তু এই দীর্ঘ সম্পর্কে কেন দাঁড়ি টানতে চাইলেনমিস্টার অ্যান্ড মিসেস স্মিথ?’ একটি মার্কিন ওই ওয়েবসাইটের দাবি, বাচ্চাদের বড় করার ক্ষেত্রে পিটের আচার-আচরণ দেখে ইদানীং অসম্ভব হতাশ হয়ে পড়েছিলেন জোলি। তা ছাড়া অতিরিক্ত মাদক সেবন এবং মদ্যপানের জেরে পিট ঘনঘন রেগে যেতেন। তাতেও বিরক্ত হতেন জোলি। আর সেই জন্যই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ৪১ বছরের অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী

কিন্তু সম্পর্ক বিচ্ছেদের এটাই সূচনা নয়। কখনও সমকামী সম্পর্ক, বার বার বিচ্ছেদ, অ্যাঞ্জেলিনার জীবন জুড়েই ছিল চড়াই-উত্রাই

Tags: সমকামিতা, ভাইয়ের সঙ্গে সম্পর্ক, লাভ লাইফ, অ্যাঞ্জেলিনা জোলি

সূত্র : আনন্দ বাজার  

No comments:

Post a Comment