Popular Posts
-
উলঙ্গ হতে আপত্তি নেই বললেন জয়া আহসান. বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসান বলেছেন অভিনয়ের জন্যে উলঙ্গ হতে আপত্তি নেই. জয়া আহসান আর...
Thursday, July 21, 2016
ভালো ছবির অপেক্ষায় আছি: বিপাশা
পুনরায় আইটেম গানে অভিনয় করছেন আইটেম গার্ল খ্যাত বাংলাদেশের নায়িকা বিপাশা কবির। গতকাল থেকে বিএফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে শুরু হয়েছে ‘মায়াবিনী’ ছবির অসাধারন একটি আইটেম গানের শুটিং। আজ শুক্রবার এই গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ছবির সম্পূর্ণ শুটিং। ‘মায়াবিনী’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত অভিনেতা অমিত হাসান। ছবিতে প্রথমবারের জুটি বেঁধে কাজ করছেন নায়ক সায়মন ও মডেল-অভিনেত্রী আইরিন। ছবিটি পরিচালনার কাজ করছেন আকাশ আচার্য।
ছবিতে আইটেম গানে অংশ নেওয়া প্রসঙ্গে বিপাশা কবির জানান ‘আজ সকাল থেকেই আমরা শুটিং করছি। আমার কাছে আইটেম গান করতে সব সময়ই ভালো লাগে তাই করি। তবে একটু বেছে বেছে করতে চাই আমি। কারণ দর্শক আইটেম গার্ল হিসেবে আমাকে পছন্দ করেন, তাদের প্রতি সম্মান রেখেই আমি ভালো ছবির সঙ্গে কাজ করতে চাই এবং চাইব। সেই কারণে এখন একটু কম কাজ করা হচ্ছে আমার।’
চলতি বছরের শুরুতে ‘গুন্ডামি’ ছবির মধ্য দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল বিপাশার। আগামী মাসের ৫ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত আরেক ছবি ‘আড়াল’। নতুন কোনো ছবিতে কাজ করছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে নতুন ছবির জন্য প্রায়ই বিভিন্ন অফার আসে। কিন্তু ছবির কাহিনী আমার পছন্দ হয় না তাই করি না।কারণ দর্শক আমার আইটেম গান দেখে একটা আসন দিয়েছে, খারাপ মানের ছবিতে কাজ করলে আমার অবস্থান নিচে নেমে যেতে পারে। ভালো পরিচালক, সহশিল্পী ভালো হলে ছবি করতে চাই আমি।’
এদিকে ‘মায়াবিনী’ ছবিটির শুটিং শুরু হয় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে। সব কাজ শেষ করে আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তি দিতে চান এই পরিচালক আকাশ আচার্য।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment