Popular Posts
-
উলঙ্গ হতে আপত্তি নেই বললেন জয়া আহসান. বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসান বলেছেন অভিনয়ের জন্যে উলঙ্গ হতে আপত্তি নেই. জয়া আহসান আর...
Thursday, July 21, 2016
বিশাল ব্যয়বহুল আইটেম গানে নায়িকা পরীমনি
আসছে পরিমনির নতুন ছবি রক্ত। এবং এই ছবিতে পরি মনি গাবেন আইটেম গান।ওয়াজেদ আলী সুমন ধারা নির্মিত ‘রক্ত’ ছবির জন্য নির্মিতব্য আইটেমে গানে অংশ নিয়েছেন পরীমনি। সব থেকে মজার ব্যাপার হচ্ছে গানের শিরোনামও পরীমনির নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন শিল্পী আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কানিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।
জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, দুই বাংলার সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান হতে যাচ্ছে রক্ত ছবির এই ‘পরী’ গানটি। গানটির চিত্রায়নে সেট ও আলোক ব্যবস্থাপনায় চাকচিক্য আর চমকের পসরা সাজানো হয়েছে বলে জানা গেছে। গানের দৃশ্যধারণ চলছে ভারতের কলকাতায়।
পরীমনিও জানালেন এটা হবে সবচেয়ে বড় বাজেটের একটা আইটেম গান, যা এর আগে বাংলা চলচ্চিত্রে কখন ও হয় নাই।ধরনা করা হচ্ছে দুই বাংলাতেই সুপারহিট হবে এই আইটেম গান, এমনটাই জানালেন হালের এই জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী পরীমনি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment