Popular Posts

Monday, September 5, 2016

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার আশরাফুল

ক্রিকেটার আশরাফুল

কন্যা সন্তানের বাবা হলেন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান সবার প্রিয় মোহাম্মদ আশরাফুল।
সোমবার প্রথম প্রহরে রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসাপাতালে তার স্ত্রী আনিকা তাসনিম অর্চির কোলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। সন্তানের নাম রাখা আরিবা তাসনিম আশরাফুল।
মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
মোহাম্মদ আশরাফুল নিজেই টেলিফোনে এই খবর নিশ্চিত করে মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে রবিবার বিকেল ৩টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম অর্চিকে।
 স্কয়ার হাসপাতালের গায়োনকোলজিস্ট নারগিস ফাতেমার তত্বাবধানে আছেন আশরাফুলের স্ত্রী আনিকা তাসনিম।

আশরাফুলের স্ত্রী

পড়ুন আরও খবর ঃ
কেন বিয়ে করেছিলেন, বললেন কাজল

No comments:

Post a Comment