Popular Posts

Monday, July 11, 2016

Zakia Bari Momo bangladeshi actress and model

Actress Name :Zakia Bari Momo (জাকিয়া বারী মম)

জাকিয়া বারি মম বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা যদিও মডেলিং এর মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিল।
তিনি ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার হন (Lux Channel i Superstar) ।  এর পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয় নাই। আমাদের প্রিয় এই নায়িকা জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় এর ছাত্রী ছিলেন।

তিনি ২০০৬ সালে দারু চিনি দ্বীপ (Daruchini Dip) এর মাধ্যমে তার যাত্রা শুরু করেন। সেই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন রিয়াজ। এর পরে অনেক ছবি এবং নাটক করে জাকিয়া বারী সফলতা পান। বর্তমানে তিনি বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন নায়িকা বলা যায়। তার অসাধারণ কণ্ঠের জন্যে তার অনেক জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশের টিভি চ্যানেল খুললেই তার নাটক দেখা যায়। এবারের ঈদ এ দর্শক তার অনেক নাটক দেখেছে। 
ছুয়ে দিলে মন (Chuye Dile Mon) ছবি করে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। ছুয়ে দিলে মন এ তাহার বিপরীতে অভিনয় করেছেন আরেফিন শুভ (Arifin Shuvoo)বর্তমানে সেও অনেক
জনপ্রিয়তা পেয়েছেন।

জাকিয়া বারী মম এর কিছু ছবি নিম্নে দেওয়া হল। 
জাকিয়া বারী মম আম খাচ্ছে
জাকিয়া বারী মম                                                                                                                

জাকিয়া বারী মম এর ঠোঁট

 

No comments:

Post a Comment